যেভাবে আমরা বাংলা খুব সাবলীলভাবে বলতে পারি কোর্সটি আমাদের ইংরেজি সেভাবে সাবলীলভাবে বলা শেখাবে।
কোর্সটিতে যা যা থাকছে -
কোর্স ইন্সট্রাক্টরঃ
ইংরেজি শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন ও দক্ষ জাতি গঠনের অন্যতম কারিগর জনাব সাইফুর রহমান খান স্যার। যিনি বুয়েট থেকে প্রকৌশলবিদ্যায় স্নাতক সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে জাপান থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি BIBM-এরও শিক্ষক ছিলেন। কিছুদিন শিক্ষকতা করে স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়ে ইংরেজি বিষয়ে গবেষণা অব্যাহত রাখেন এবং প্রতিষ্ঠা করেন S@ifur’s নামক যোগ্য ও দক্ষ জনশক্তি গড়ার প্রতিষ্ঠান এবং রচনা করেন ইংরেজি সম্পর্কিত অসংখ্য বই।
অসম্ভব মেধাবী সাইফুর রহমান খান স্যার জিম্যাট-এর ফলাফলে বিশ্বের টপ স্কলারদের মধ্যে অন্যতম একজন। তাঁর ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা অতুলনীয়। সেই জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন উপায়ে। ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি তিনি গণিত, এমবিএ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য আরো অসংখ্য বই রচনা করেছেন। সাইফুর রহমান খান স্যার-এর বই সমগ্র 100 এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাঁর লেখা বই সমূহ প্রথম শ্রেণীর শিশু থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, এমবিএ, জিম্যাট, জিআরই, আইএলটিএসসহ যেকোনো মানুষের, যেকোনো শিক্ষার্থীর জন্য প্রযোজ্য।